1. admin@allsite.chakrikujun.com : allsite :
Pubali Bangla - সমস্ত বাংলাদেশী ওয়েবসাইট
May 1, 2024, 4:47 pm
Pubali Bangla

পূবালী ব্যাংক লিমিটেড

পূবালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের স্বায়ত্বশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। শাখা ও কর্মকান্ডের বিচারে, সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর পরেই এটি বাংলাদেশের বৃহত্তম ব্যাংক। এই ব্যাংকটি সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ‘বাংলাদেশ বিজনেস এওয়ার্ড-২০০৯’ পদক অর্জন করেছে ।

 

প্রতিষ্ঠা

এই ব্যাংকটি পূর্ব পাকিস্তানের কয়েকজন বাঙালি উদ্যোক্তার উৎসাহে ১৯৫৯ সালে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক নামে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে এটি পূবালী ব্যাংক নামে সরকারিকরণ করা হয় এবং পুণরায় ১৯৮৩ সালে এটিকে বেসরকারিকরণ করা হয় ও নামকরণ করা হয় “পূবালী ব্যাংক লিমিটেড”।

 

ব্যাংকটির বর্তমানে (২০২০) শাখার সংখ্যা ৪৮২ টি।

error: দুঃখিত ! কপি/পেষ্ট থেকে বিরত থাকুন