1. admin@allsite.chakrikujun.com : allsite :
Feni University - সমস্ত বাংলাদেশী ওয়েবসাইট
April 27, 2024, 10:01 pm
Feni University

ফেনী বিশ্ববিদ্যালয়

ফেনী বিশ্ববিদ্যালয় (ইংরেজি: Feni University; সংক্ষেপে: FU) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস ফেনী জেলার বারাহিপুরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি নভেম্বর ২০১২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ আইনের আওতায় অনুমোদন লাভ করে, এবং মে ২০১৩ থেকে একাডেমিক কার্যক্রম শুরু করে।

 

ক্যাম্পাস

ফেনী বিশ্ববিদ্যালয় এর অস্থায়ী ক্যাম্পাস ফেনী জেলার ফেনী সদর উপজেলার বারাহিপুরে অবস্থিত। ফেনী বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ড ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার ফেনীতে ৩২ বিঘা জমি ক্রয় করে। 

অনুষদ ও বিভাগসমূহ

  • ব্যবসায় প্রশাসন অনুষদ
    • ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন (বিবিএ)
    • মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)
  • মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান ও আইন
    • ইংরেজিতে ব্যাচেলব অব আর্টস (সম্মান)
    • ব্যাচেলব অব ল’স উইথ অনারস (এল.এল.বি-সম্মান)
    • ব্যাচেলব অব ল’স (এল.এল.বি-২ বছর) (পাশ)
    • পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাইন্স (পিজিডিএলআইএস)
  • বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
    • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে বি.এসসি.
    • তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে বি.এসসি.
    • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বি.এসসি.
    • স্থাপত্য প্রকৌশলবিদ্যায় বি.এসসি.
error: দুঃখিত ! কপি/পেষ্ট থেকে বিরত থাকুন