1. admin@allsite.chakrikujun.com : allsite :
Basicbank - সমস্ত বাংলাদেশী ওয়েবসাইট
April 23, 2024, 1:46 pm
Basicbank

বেসিক ব্যাংক লিমিটেড

বেসিক ব্যাংক লিমিটেড (Bangladesh Small Industries and Commerce Bank Limited) বেসরকারি খাতে পর্যাপ্ত ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে অর্থায়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি সরকারি মালিকানাধীন ব্যাংক ।

 

ইতিহাস

১৯১৩ সালের কোম্পানি আইনের আওতায় ১৯৮৮ সালের ২ আগস্ট ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সালের ৩১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।মোট ৮০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন (বিসিসি ফাউন্ডেশনের ৭০% শেয়ার এবং বাংলাদেশ সরকারের ৩০% শেয়ার) নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। ব্যাংকটির বর্তমান অনুমোদিত মূলধন ৫,৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১,০৮৫ কোটি টাকা। ৬ জুন ১৯৯১-এ বিশ্বব্যাপী বিসিসিআই ফাউন্ডেশন অকার্যকর হয়ে গেলে উদ্ভূত অচলাবস্থা রোধ করতে বাংলাদেশ সরকার ৪ জুন ১৯৯২-এ ফাউন্ডেশনের ১০০% শেয়ার ও ব্যাংকটি অধিগ্রহণ করে । তবে ব্যাংকটিকে জাতীয়করণ করা হয় নি। সরকারী মালিকানাধীন ব্যাংক হিসেবেই ব্যাংকটি পরিচিতি লাভ করেছে।

error: দুঃখিত ! কপি/পেষ্ট থেকে বিরত থাকুন