1. admin@allsite.chakrikujun.com : allsite :
Channeli - সমস্ত বাংলাদেশী ওয়েবসাইট
April 20, 2024, 8:28 pm
Channeli

চ্যানেল আই

চ্যানেল আই একটি উপগ্রহ-ভিত্তিক ও বাংলা ভাষায় সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও এলাকাতে টিভি চ্যানেলটির প্রধান কার্যালয় । ১৯৯৯ সালের অক্টোবর ১ তারিখে সম্প্রচার শুরু করে । এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল।

 

ইতিহাস

ইমপ্রেস গ্রুপ ফরিদুর রেজা সাগরের অধীনে ১৯৮০-এর দশকের গোড়ার দিকে টেক্সটাইল উত্পাদনের বাইরে টেলিভিশনে আসার দিকে কাজ করা শুরু করে। ফরিদুর রেজা সাগর এর আগে মুক্তপেশা হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে কাজ করেছিলেন। টেলিভিশনে আসার প্রাথমিক পদক্ষেপ হিসেবে গ্রুপটি ইমপ্রেস টেলিফিল্ম স্থাপন করে, যা পরে বিটিভির জন্য ছোট ছোট ধারাবাহিক এবং এক খণ্ডের অনুষ্ঠান তৈরি করা শুরু করে।

চ্যানেল আই ১৯৯৯ সালের ১ অক্টোবর চালু হয়। সে সময় চ্যানেলটি দিনে ১২ ঘণ্টা প্রাক-রেকর্ড করা প্রোগ্রাম সম্প্রচার করত। দুই বছর পর চ্যানেলটি প্রতিদিন ২৪ ঘন্টা সম্প্রচার করা শুরু করে এবং বাংলাদেশের প্রথম ডিজিটাল চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে।

এটি বর্তমানে প্যানআম ব্যবহার করে স্যাটেলাইট সম্প্রচার করে যা এশিয়া এবং অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশ কভার করে।

রেডিও ভূমি হল চ্যানলেটির ভ্রাত্রী চ্যানেল। চ্যানেলের আইয়ের এইচডি সংস্করণ সেপ্টেম্বর ২০১৭ সালে চালু হয়।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড হল চ্যানেলটি আয়োজিত বার্ষিক পুরষ্কারের অনুষ্ঠান।

 

জনপ্রিয় অনুষ্ঠান

  • চ্যানেল আই সংবাদ
  • তৃতীয় মাত্রা
  • প্রকৃতি ও জীবন
  • হৃদয়ে মাটি ও মানুষ (কৃষি বিষয়ক অনুষ্ঠান)
  • কাফেলা (ইসলামী ঐতিহাসিক স্থান ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান)
  • স্বর্ণ কিশোরী (কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান)
  • জীবন যেখানে যেমন
  • গানের উৎসব
  • খোলা আকাশ
  • তরুণকণ্ঠ
  • বিবিসি বাংলাদেশ সংলাপ
  • আমি বইয়ের কথা বলছি
  • সিনেমার গান
  • রেড সিগন্যাল
  • কৃষকের ঈদ আনন্দ
  • গানে গানে সকাল

 

সরাসরি প্রচারিত অনুষ্ঠান

  • তারকা কথন
  • আজকের সংবাদপত্রে বাংলাদেশ
  • বইমেলা প্রতিদিন
  • টেলিপ্রেসক্রিপশন

 

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫   info@channelionline.com

error: দুঃখিত ! কপি/পেষ্ট থেকে বিরত থাকুন