1. admin@allsite.chakrikujun.com : allsite :
CWU - সমস্ত বাংলাদেশী ওয়েবসাইট
April 26, 2024, 1:04 pm
CWU

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি দেশের বেসরকারিভাবে প্রতিষ্ঠিত একমাত্র মহিলা বিশ্ববিদ্যালয় ।

 

ইতিহাস

বিশ্ববিদ্যালয়টি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু অব্যবস্থাপনা ও শিক্ষার মান কম কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ না করে দীর্ঘ সময় ধরে আইনি লড়াই করে যান। অবশেষে ২০১০ সালের আগস্টে বিশ্ববিদ্যালয় আইনি লড়াইয়ে জয়ী হয় এবং নতুনভাবে যাত্রা শুরু করে।

অনুষদ ও বিভাগ

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪টি অনুষদের অধিনে ৮টি বিষযে পড়ানো হয়।

বিজনেস ও ইকোনমিকস্ অনুষদ

  • বিবিএ
  • এমবিএ
  • ইএমবিএ
  • অর্থনীতি

সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদ

  • কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং

আর্টস ও হিউম্যানিটিস অনুষদ

  • ইংলিশ ও মর্ডান ল্যাঙ্গুয়েজ
  • বাংলা
  • মুসলিম বিশ্বে ইতিহাস

সমাজ বিজ্ঞান অনুষদ

  • পলিটিক্যাল সায়েন্স ও গভমেন্স স্টাডিজ
  • সোশালজি ও জেন্ডার স্টাডিজ
  • ভূগোল ও পরিবেশ বিজ্ঞান
  • আইন
  • ম্যাস মিডিয়া ও জার্নালিজম

সুযোগ-সুবিধা

লাইব্রেরী

২০০২ সালে বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরী প্রতিষ্ঠিত হয়। তখন থেকে এটিকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে লাইব্রেরীতে ৩৫০০ বই রয়েছে এবং কিছু সংখ্যক দূর্লভ বই ও নথিপত্র ছাড়াও এই লাইব্রেরীতে অসংখ্য ম্যাগাজিন, বুকলেট, লিফলেট ও প্যাম্পলেট আছে।

কম্পিউটার ল্যাব

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য রয়েছে একটি আধুনিক কম্পিউটার ল্যাব।

error: দুঃখিত ! কপি/পেষ্ট থেকে বিরত থাকুন