1. admin@allsite.chakrikujun.com : allsite :
Dainik Azadi - সমস্ত বাংলাদেশী ওয়েবসাইট
March 28, 2024, 12:12 pm
Dainik Azadi

দৈনিক আজাদী

দৈনিক আজাদী বাংলাদেশের চট্টগ্রাম থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর এটি প্রথম প্রকাশিত হয় । পত্রিকাটির বর্তমান প্রচলন বা সার্কুলেশন ৫৬,০০০ ।

 

পত্রিকার বিবরণ

আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন আবদুল খালেক। প্রথমদিকে পত্রিকাটির মূল্য ছিলো দু’আনা (১২ পয়সা)। খালেকের মৃত্যুর পর ১৯৬২ সালে সম্পাদকের দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ খালেদ। তার মৃত্যুর পর ২০০৩ সালে থেকে এখন পত্রিকাটির দায়িত্বে আছেন এমএ মালেক। বর্তমানে ১২ থেকে ১৬ পাতার এ পত্রিকার মূল্য ৬ টাকা ।

 

নিয়মিত আয়োজন

এ পত্রিকার নিয়মিত আয়োজন সমূহের মধ্যে রয়েছে:

  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • অন্যান্য পাতা
  • গ্রামেগঞ্জে-লোকালয়ে
  • সম্পাদকীয়
  • উপ-সম্পাদকীয়
  • খেলা
  • দেশে-বিদেশে
  • চিঠিপত্র
  • শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন
  • প্রবাসী পাতা
  • জাহাজ বার্তা
  • রাশিফল

 

সম্পাদকঃ এম এ মালেক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৯, সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম।
ফোনঃ বার্তাঃ ০৩১-৬১২৩৮০, বিজ্ঞাপনঃ ০৩১-৬১২৩৮২, ফ্যাক্সঃ ৮৮-০৩১-৬১২৩৮১।
ই-মেইলঃ azadi@dainikazadi.net
ঢাকা অফিসঃ বিটিআই প্যারামাউন্ট (৩য় তলা), ৮০/৪ সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোড , ঢাকা-১২১৭।
ফোনঃ ০২-৯৩৪৮৫৮২ ।
ই-মেইলঃ dhakaoffice@dainikazadi.net

error: দুঃখিত ! কপি/পেষ্ট থেকে বিরত থাকুন