1. admin@allsite.chakrikujun.com : allsite :
FCUB - সমস্ত বাংলাদেশী ওয়েবসাইট
February 3, 2023, 1:07 am
FCUB

ফ্রাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ

ফাস্ট ক্যাপিটাল ইউনির্ভারসিটি অব বাংলাদেশ বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। প্রথম ব্যাচের ছাত্র-ছাত্রীদের নিয়ে ২০১২ সালের নভেম্বর মাসে উদ্বোধনী ক্লাসের মধ্যদিয়ে খুলনা বিভাগের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ,চুয়াডাঙ্গা‘ যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়টি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবস্থিত।

 

সংক্ষিপ্ত বর্ণনা

ফাস্ট ক্যাপিটাল ইউনির্ভারসিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা সড়কে অবস্থিত।

একাডেমিক সেমিস্টারে

পিএইচ এর একাডেমিক সময়কাল তিনটি সেমিস্টার বছরে:

  • বসন্তকাল সেমিস্টার: জানুয়ারী – এপ্রিল
  • শীতকালীন সেমিস্টার: মে – আগস্ট
  • শরৎকালীন সেমিস্টার: সেপ্টেম্বর – ডিসেম্বর

অনুষদ

  • কলা ও মানবিক অনুষদ
  • ব্যবসায় শিক্ষা অনুষদ
  • বিঞ্জান অনুষদ

শ্রেণীকক্ষ

এই বিশ্ববিদ্যলয়ের সকল শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার জন্য এক ডেক চেয়ার ও দ্বৈত আসন রয়েছে। শ্রেণীকক্ষগুলো শীতাতপ নিয়ন্ত্রিত। ও সার্বক্ষণিক বিদূৎ সুবিধা।

ল্যাবসমূহ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ব্যবহারিক শিক্ষা প্রদানের ২টি ল্যাব রয়েছে।

  • কম্পিউটার ল্যাব
  • বিঞ্জান ল্যাব

অবস্থান

ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ,
শাহ্জ ম্যানশন, পৌর কলেজপাড়া,
আলমডাঙ্গা রোড, চুয়াডাঙ্গা-৭২০০।

error: দুঃখিত ! কপি/পেষ্ট থেকে বিরত থাকুন