1. admin@allsite.chakrikujun.com : allsite :
Fireservice - সমস্ত বাংলাদেশী ওয়েবসাইট
April 12, 2024, 12:55 pm
Fireservice

বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স

বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স (ইংরেজি: Fire Service and Civil Defence) বাংলাদেশে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এ প্রতিষ্ঠানটি ১৯৮২ সালে গতি, সেবা ও ত্যাগের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে কার্যক্রম আরম্ভ করে। প্রথম সাড়া প্রদানকারী সংস্থা( First Responder Organization) হিসেবে এ বিভাগের কর্মীরা অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ, উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, মুমূর্ষু রোগীদের হাসপাতালে প্রেরণ ও দেশী-বিদেশী ভিআইপিদের অগ্নি নিরাপত্তা বিধান করে থাকে । উদ্ধার তৎপরতা পরিচালনাকারী সংস্থা হিসেবে যা সব ধরনের প্রাকৃতিক ও মানবিক দুর্ঘটনায় উদ্ধারকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। যেকোন দুর্ঘটনায় সাহায্যের প্রয়োজনে ফায়ার সার্ভিসের জরুরি টেলিফোন নাম্বার অর্থাৎ হটলাইন হল, ০২৯৫৫৫৫৫৫ এবং ৯৯৯

 

সংশ্লিষ্ট আইন

বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সকল কার্যক্রম ২০০৩ সনে প্রণীত অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩ এবং ফায়ার সার্ভিস বিধিমালা-১৯৬১ দ্বারা পরিচালিত হয়ে থাকে ।

error: দুঃখিত ! কপি/পেষ্ট থেকে বিরত থাকুন