1. [email protected] : allsite :
Karatoa - সমস্ত বাংলাদেশী ওয়েবসাইট
September 23, 2021, 6:10 am
Karatoa

দৈনিক করতোয়া

দৈনিক করতোয়া (ইংরেজি: The Daily karatoa) বাংলাদেশের বগুড়া থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা। মূলত করতোয়া নদীর নামানুসারেই পত্রিকাটির নামকরণ করা হয়েছে। বাংলাদেশের সরকারি হিসেব অনুযায়ী পত্রিকাটির বর্তমান সার্কুলেশন বা প্রচলন ৫৫,০০০।

 

ইতিহাস

বগুড়াতে একাধিক দৈনিক, সাপ্তাহিক এবং পাক্ষিক পত্রিকা থাকলেও বগুড়া থেকে প্রকাশিত একমাত্র জাতীয় পত্রিকা। শুরুতে প্রত্রিকাটি স্থানীয়ভাবে শুধু উত্তরবঙ্গে প্রকাশিত হত। জাতীয়ভাবে প্রকাশিত হলেও এখনো এটি উত্তরবঙ্গের গণমানুষের পত্রিকা এটি। “দৈনিক করতোয়া”। বর্তমানে এই পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ মোজাম্মেল হক।

সম্পাদকঃ মোজাম্মেল হক

সম্পাদক কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, শিল্পনগরী বিসিক বগুড়া এবং ১৬৭ ইনার সার্কুলার রোড, (আরামবাগ) ইডেন কমপ্লেক্স, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও চকযাদু রোড, বগুড়া হতে প্রকাশিত ।

 

যোগাযোগ করুন

ফোন ৬৩৬৬০,৬৫০৮০,

সার্কুলেশন বিভাগঃ ০১৭১৩২২৮৪৬৬,

বিজ্ঞাপন বিভাগঃ ৬৩৩৯০,

ফ্যাক্সঃ ৬০৪২২

ঢাকা অফিসঃ স্বজন টাওয়ার, ৪ সেগুন বাগিচা।

ফোনঃ ৭১৬১৪০৬, ৯৫৬০৬৬৯, ৯৫৬৮৮৪৬, ফ্যাক্সঃ ৯৫৬৮৫২২ ।

E-mail : [email protected]