1. admin@allsite.chakrikujun.com : allsite :
Krishi Bank - সমস্ত বাংলাদেশী ওয়েবসাইট
March 22, 2024, 9:46 pm
Krishi Bank

বাংলাদেশ কৃষি ব্যাংক

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) একটি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশের কৃষির মতো প্রকৃতি নির্ভর অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ খাতে অর্থায়নের জন্য ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করা হয় দেশের বৃহত্তম বিশেষায়িত এই ব্যাংক । আমানত, ঋণ, বৈদেশিক বাণিজ্যসহ সব ধরনের আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ কৃষি ব্যাংক ।

 

ইতিহাস

এই ব্যাংকটি ১৯৭৩ সালের বাংলাদেশ কৃষি ব্যাংক অধ্যাদেশের (President’s Order No 27 of 1973) মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ।

 

বাংলাদেশের বিভিন্ন স্থানে এই ব্যাংকের ১১টি পরিষদ অফিস, ২৪টি বিভাগের হেড অফিস, ১০৩৪টি শাখা রয়েছে।[

error: দুঃখিত ! কপি/পেষ্ট থেকে বিরত থাকুন