1. admin@allsite.chakrikujun.com : allsite :
Metrouni - সমস্ত বাংলাদেশী ওয়েবসাইট
April 16, 2024, 4:06 pm
Metrouni

মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট

মেট্রোপলিটন ইউনিভার্সিটি (ইংরেজি: Metropolitan University) বটেশ্বর সিলেট এ অবস্থিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়, ভার্সিটিটি ৩ মে ২০০৩-এ ড. তৌফিক রহমান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে ও “প্রাইভেট ইউনিভার্সিটি এক্ট ১৯৯২” এর অধীনে প্রতিষ্ঠিত করেন।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, এই ভার্সিটিতে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয়, প্রতি বছরে তিনটি সেমিস্টার তথা টার্ম থাকে, তিনটি টার্মের নাম তিনটি ঋতুর ইংরেজি নামে নামকরণ করা হয়েছে, সেগুলো হলোঃ স্প্রিং, সামার ও অটাম। স্নাতক কোর্সগুলো ৪ বছর মেয়াদি হয়, আর স্নাতকোত্তর কোর্সগুলো ১ বছর মেয়াদি হয়।

 

ইতিহাস

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ৩ মে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। এর অস্থায়ী ক্যাম্পাসটি সিলেট শহরের জিন্দাবাজারে অবস্থিত। ৪টি অনুষদের অধীনে ৬ টি ডিপার্টমেন্ট নিয়ে বিশ্ববিদ্যালয়টি সুনামের সাথে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সমবর্তন অনুষ্ঠিত হয় যথাক্রমে ২২ এপ্রিল ২০১০ এবং ৩১ জানুয়ারি ২০১৫ সালে।

 

অনুষদ এবং বিভাগসমূহ

বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ৪টি অনুষদের অধীনে মোট ৬টি বিভাগ রয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ

 • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
 • তড়িৎ ও তড়িৎযন্ত্র প্রকৌশল বিভাগ

ব্যবসা প্রশাসন অনুষদ

 • ব্যবসায় প্রশাসন বিভাগ

মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ

 • ইংরেজি বিভাগ
 • অর্থনিতি বিভাগ

আইন অনুষদ

 • আইন বিভাগ

স্নাতকোত্তর

 • এমএসসি ইন এমআইএস
 • বিবিএ সম্পন্নকারীদের জন্য এমবিএ
 • যেকোন বিভাগ থেকে স্নাতক সম্পন্নকারীর জন্য এমবিএ
 • ইংরেজিতে মাষ্টার্স
 • এলএলএম

অতিরিক্ত শিক্ষা সহায়ক কার্যক্রম

 • অ্যানড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
 • মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং
error: দুঃখিত ! কপি/পেষ্ট থেকে বিরত থাকুন