1. admin@allsite.chakrikujun.com : allsite :
NEUB - সমস্ত বাংলাদেশী ওয়েবসাইট
April 18, 2024, 1:57 am
NEUB

নর্থ ইষ্ট ইউনিভার্সিটি

নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (ইংরেজি: North East University Bangladesh ) বা NEUB নামেও পরিচিত, হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশের সিলেট-এ অবস্থিত। এটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়।

এনইইউবি সম্পর্কে

সরকার সিলেটের নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। সিলেট অঞ্চল আওলিয়াদের পুণ্যভূমি হিসেবে দেশে বিদেশে পরিচিত। সিলেট তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদের জন্যও পরিচিত। সিলেট উত্তরাঞ্চলের গুণাগুণকে গ্রহণ করেছে, যেমন- উন্নত জাতির প্রযুক্তি, এবং পাশ্চাত্য সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সার্থকভাবে এগুলির সংমিশ্রণ ঘটিয়েছে।

একাডেমিক ডিপার্টমেন্ট

School of Business

  • Department of Business Administration

School of Law & Justice

  • Department of Law & Justice

School of Social Science

  • Department of English
  • Department of Public Health
  • Department of Applied Sociology & Social Work

School of Natural Science & Engineering

  • Department of Mathematics & Informatics
  • Department of Environment & Chemistry
  • Department of Computer Science & Engineering

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম

  • BBA (Hons.) program
  • B.Sc (Hons.) Mathematics
  • B.Sc (Engg.) in Computer Science & Engineering
  • B.Sc (Hons.) in Environmental Science & Chemistry
  • B.A (Hons.) in English
  • LL.B (Hons.)
  • BSS in Applied Sociology

গ্র্যাজুয়েট প্রোগ্রাম

  • MBA (Regular)
  • MBA (Executive)
  • MA in English (Preliminary)
  • MA in English (Final)
  • LL.M (Final)
  • MSc. in Mathematics
  • MSc.(Preliminary) in Mathematics
  • Master of Social Work (MSW)
  • MSS in Applied Sociology
  • Master in Development Studies

কর্মকাণ্ড

নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বেশ কিছু এক্সট্রাকারিকুলাম কার্যক্রম পরিচালনা করে থাকে, যেমন-

  • এনইইউবি স্পোর্টস ক্লাব
  • টোরিস্ট ক্লাব
  • ডিবেট ক্লাব
  • সোশ্যাল সার্ভিসেস ক্লাব
  • কালচারাল ক্লাব
  • সিএসই সোসাইটি
  • থিয়েটার নর্থ ইস্ট
  • এনইইউবি ফটোগ্রাফি ক্লাব
  • এনইইউবি এসএস ওয়ার্ড
  • এনইইউবি ল স্টুডেন্টস ফোরাম।
error: দুঃখিত ! কপি/পেষ্ট থেকে বিরত থাকুন