1. admin@allsite.chakrikujun.com : allsite :
Pundro University - সমস্ত বাংলাদেশী ওয়েবসাইট
April 19, 2024, 6:44 am
Pundro University

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি), বগুড়া বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়টি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে ইউজিসি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমোদন লাভ করে ।

উত্তরবঙ্গের কোন বিশ্ববিদ্যালয় না থাকায় বগুড়ার কিছু উদ্যোগী ব্যক্তির সমন্বয়ে ‘পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠাকল্পে ২০০১ সালে হিউম্যান ইম্প্রুভমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে। এই HI-Foundation এর দ্বারা ২০০২ সালে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা পায়। বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ক্যাম্পাস ছিল রংপুর রোড, গোকুল, বগুড়া’র টিএমএসএস নির্মিত একটি ভবনে। পরবর্তীতে উদ্যোগতাগণ ছাত্রছাত্রী ও অভিভাবকদের চাহিদার প্রেক্ষিতে গোকুল থেকে শহরে টিএমএসএস মহিলা ভবন এবং কাটনারপাড়া মহাতাব হেরিটেজে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি স্থানান্তর করে।

অনুষদ

  • ব্যবসায় শিক্ষা অনুষদ
  • প্রোগ্রাম সমূহঃ
১. বি.বি.এ
২. এম.বি.এ ১ বছর
৩. এম.বি.এ ২ বছর
৪. ই.এম.বি.এ
  • বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
  • প্রোগ্রাম সমূহঃ
১. বি.এস.সি ইন সি.এস.ই (এইচ.এস.সি ও ডিপ্লোমা)
২. বি.এস.সি ইন ই.ই.ই (এইচ.এস.সি ও ডিপ্লোমা)
৩. বি.এস.সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (এইচ.এস.সি ও ডিপ্লোমা)
৪. এম.পি.এইচ
  • মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ
  • প্রোগ্রাম সমূহঃ
১. বি.এ অনার্স ইন ইংরেজি
২. এম.এ ইন ইংরেজি
৩. বি.এ অনার্স ইন ইসলামিক স্টাডিজ
৪. এম.এ ইন ইসলামিক স্টাডিজ (১ ও ২ বছর)
৫. এল.এল.বি
৬. এল.এল.এম (১ ও ২ বছর)
৭. বি.এড
৮. এম.এড
error: দুঃখিত ! কপি/পেষ্ট থেকে বিরত থাকুন