1. admin@allsite.chakrikujun.com : allsite :
Queens University - সমস্ত বাংলাদেশী ওয়েবসাইট
April 15, 2024, 10:52 pm
Queens University

কুইন্স বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ)

কুইন্স বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. হামিদা বানু শোভা এমপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. আব্দুল খালেক বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ।

 

ক্যাম্পাস

উত্তরা হাউজ বিল্ডিং বাস স্ট্যান্ডের বাম পাশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উত্তরা ছাড়াও বনানীতে আরেকটি ক্যাম্পাস আছে ঠিকানা: বাড়ি-১৩, সড়ক-৭/ডি, সেক্টর-০৯, উত্তরা, ঢাকা-১২৩০।

 

অনুষদ ও বিভাগ

বিশ্ববিদ্যালয়ে গ্রেড পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্কুল পরিচালিত আন্ডারগ্রাজুয়েট ও গ্রাজুয়েট প্রোগ্রামসমূহ:

স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

  • বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

চালুর অপেক্ষায় আছে

  • বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
  • ,বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং,
  • বি.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং,
  • বি.এসসি. ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি,
  • বি.এসসি. ইন মাইক্রোবায়োলজি
  • বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

স্কুল অব বিজনেস এডমিনিসট্রেশন

  • ব্যচেলর অব বিজনেস এডমিনিসট্রেশন (বিবিএ)
  • এমবিএ
  • এমবিএ (সান্ধ্যকালীন)

স্কুল অব ল’

  • ব্যাচেলর অব ল’ (এলএল. বি.)
  • এলএল. বি. পাস কোর্স
  • এলএলএম

স্কুল অব আর্টস

  • বিএ ইন ইংলিশ
  • এমএ ইন ইংলিশ

স্কুল অব সোস্যাল সায়েন্স

সহশিক্ষা কার্যক্রম

  • বিতর্ক ক্লাব
  • ইংলিশ ক্লাব
  • ল ক্লাব
  • বিজনেস ক্লাব
  • কম্পিউটার ক্লাব

সুযোগ সুবিধা

কুইন্স বিশ্ববিদ্যালয়ে একটি ক্যাফেটেরিয়া আছে।

লাইব্রেরী

কুইন্স বিশ্ববিদ্যালয়ের রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরী। এখানে পাঠ্যবই ছাড়াও বিভিন্ন লেখকের বই আছে। লাইব্রেরীর সদস্যরা বাড়িতে বই নেওয়ার সুযোগ পায়।

error: দুঃখিত ! কপি/পেষ্ট থেকে বিরত থাকুন